রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদের ওপর হামলার ঘটনায় তিনজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে ইমতিয়াজ বাদী হয়ে নগরীর মতিহার থানায় এ মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন- নগরীর সাহেব বাজার এলাকার বাসিন্দা বাধন (২০), কাজলা এলাকার সম্রাট ও বাবলুর রশীদের ছেলে আদিব ইশতিয়াক রুমেল (২৬)। এদের মধ্যে রুমেল ছাড়া বাকি আসামিদের এখনও ধরতে পারেনি পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত রবিবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজলা ফটকে বাধনের সঙ্গে ইমতিয়াজের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের পাশে একটি দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় ইমতিয়াজের ওপর অতর্কিত হামলা চালায় এবং রুমেলের সহায়তায় হত্যার উদ্দেশে গলায় ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা রুমেলকে আটক করে পুলিশে দেয়।
থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, ‘তিনজন আসামির মধ্যে রুমেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
বিডি প্রতিদিন/এনায়েত করিম