বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অফিস উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়েল প্রশাসনিক ভবন-২ এর নিচ তলায় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে প্রক্টর অফিসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এসএম ইমামুল হক।
এ সময় উপাচার্যের সাথে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, প্রক্টর ড. সুব্রত কুমার দাস, বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্টবৃন্দ, চেয়ারম্যানবৃন্দ, পরিচালকগণ, শিক্ষকমন্ডলী, সহকারি প্রক্টরবৃন্দ, দপ্তর প্রধানগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক স্থিতিবস্থা বজায় রাখতে প্রক্টর ও সহকারি প্রক্টরদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার