প্রেমঘটিত কারণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার সকাল থেকে দফায় দফায় এ সংঘর্ষে দেশীয় অস্ত্র নিয়ে দু’পক্ষকেই ক্যাম্পাসে মহড়া দিতে দেখা যায়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটায় তারা। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসের পরিবেশ কিছুটা শান্ত রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নূর মোহাম্মদ বলেন, পূর্বের একটি ঘটনার জের ধরে সংঘর্ষ হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
জবি ছাত্রলীগ সূত্রে জানা গেছে, প্রেমঘটিত কারণে গত বৃহস্পতিবার শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রুপের এক কর্মীকে মারধর করে। পরে সম্পাদকের কর্মীরা একত্রিত হয়ে সভাপতি গ্রুপের দুই কর্মীকে মারধর করে। তারই জের ধরে রবিবার ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব