রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় জড়িত ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবরুল জামিল সুষ্ময়কে সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১লা ডিসেম্বর ২০১৮, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা দুঃখ প্রকাশ করছে। সেই ঘটনার সঙ্গে জড়িত বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাবরুল জামিল সুষ্ময়কে আগামী ১ মাসের জন্য সকল ধরনের সাংগঠনিক কাজ থেকে বিরত থাকতে বলা হচ্ছে। সেই সঙ্গে সুষ্ময়কে সর্তক করা হচ্ছে যে, আগামীতে সে এধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত থাকলে রাবি শাখা ছাত্রলীগ তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন