দুই হাজার ১৬৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিতে ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার বিকালে কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে দেখা গেছে, ৪১তম বিসিএসের মাধ্যমে সবচেয়ে বেশি ৯০৫ জনকে নিয়োগ দেওয়া হবে শিক্ষা ক্যাডারে। এর মধ্যে বিসিএস শিক্ষাতে প্রভাষক ৮৯২ জন, কারিগরি শিক্ষা বিভাগে প্রভাষক ১৩ জন নেয়া হবে। এছাড়া সাধারণ ক্যাডারের পদ ৬৪২টি। এর মধ্যে প্রশাসনে ৩২৩ জন এবং পুলিশে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর বাইরে প্রফেশনাল ক্যাডার/টেকনিক্যাল ক্যাডারের ৬১৯টি পদে নিয়োগ দেওয়া হবে।
আগামী ৫ ডিসেম্বর থেকে এই বিসিএসের জন্য আবেদন করা যাবে। প্রার্থীর বয়স ১ নভেম্বর থেকে গণনা করা হবে। আর জানুয়ারির ৪ তারিখের মধ্যে প্রার্থীকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। তবে ৪ তারিখ সন্ধ্যা ৬টার মধ্যে আবেদনের ইউজার আইডি প্রাপ্ত চাকরিপ্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টাকা জমা দিতে পারবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব