ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. কাজী আখতার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের ৪২৭ নম্বর কক্ষে ভোটগ্রহণ চলে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩৪৬ জন শিক্ষক তাদের ভোট অধিকার প্রয়োগ করেন।
এরপর সন্ধ্যা সাড়ে ৮টায় ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ। নির্বাচনে সহ-সভাপতি পদে অধ্যাপক ড. মেহের আলী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শেলিনা নাসরীন নির্বাচিত হয়েছেন। এছাড়াও সদস্য পদে অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, মো. আব্দুল্লাহ আল মাসুদ, ড. আনিচুর রহমান, অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল, অধ্যাপক ড. আতিকুর রহমান, অধ্যাপক ড. রাশিদুজ্জামান, অধ্যাপক ড. সাইদুর রহমান, অধ্যাপক ড. নূরুন নাহার নির্বাচিত হয়েছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন