রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং চুক্তিপত্র বিনিময় হয়েছে।
আজ সোমবার সকাল ১১ টায় শেকৃবি প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে শেকৃবি ও ঢাবি’র আবহাওয়া বিজ্ঞান বিভাগের মধ্যে এ সম্বন্ধীয় একটি চুক্তি স্বাক্ষর হয় মর্মে শেকৃবি’র প্রকাশনা ও জনসংযোগ দফতর নিশ্চিত করেছেন।
শেকৃবি’র পক্ষে উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ এবং ঢাবি’র পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
তারা বলেন, ‘পাঁচ বছর মেয়াদি এ চুক্তির মূল লক্ষ্য হলো দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আবহাওয়া সংক্রান্ত তথ্য বিনিময়, গবেষণা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যৌথভাবে সিম্পোজিয়াম ও সম্মেলন আয়োজন করা। পাশাপাশি এ সমঝোতা স্মারক দেশের আবহাওয়া খাত উন্নয়নে ও এর সাথে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
এসময় শেকৃবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সেকেন্দার আলী, ট্রেজারার অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগ ও ঢাবি আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তোহিদা রশিদসহ বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল