রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) ৬২৫ শিক্ষক। আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন তারা।
বিবৃতিতে শিক্ষকেরা বলেন, খোদ রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে। যা অসভ্য এবং বর্বর যুগের সাথেই তুলনীয়। আমরা শিক্ষক সমাজের পক্ষে এ ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। ধর্ষকদের কোনো পরিচয় থাকতে পারে না। এক কথায় তারা অমানুষ এবং পশুর সাথে তুলনীয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।
ইউট্যাবের বিবৃতিদাতা শিক্ষকদের অন্যতম হলেন- সহ-সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ড. এবিএম ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. আখতার হোসেন খান, ড. ফরিদ আহমেদ, অধ্যাপক ড. আবদুর রশিদ, অধ্যাপক আমিনুল ইসলাম মজুমদার, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, ড. গোলাম রব্বানি, ড. মাহফুজুল হক, ইসরাফিল প্রামাণিক রতন, ড. সিদ্দিক আহমদ চৌধুরী (চবি), ড. এম এ বারি মিয়া, অধ্যাপক খায়রুল (শাবিপ্রবি), ড. শামসুল আলম সেলিম (জাবি), ড. সাব্বির মোস্তফা খান (বুয়েট), অধ্যাপক তোজাম্মেল (ইবি) প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম