এক যুগ পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) তৃতীয় সমাবর্তন আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ এবং সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক ২০ জন ও উপাচার্য পদক পাচ্ছেন ৮৯ জন শিক্ষার্থী।
এদিকে শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই সাথে সাবেকদের পদচারণায় উৎসবমুখর আমেজ বিরাজ করছে ক্যাম্পাস প্রাঙ্গনে। সমাবর্তনকে ঘিরে পুরো ক্যাম্পাস যেমন সেজেছে বাহারি রঙে তেমনি সংস্কার করা হয়েছে বিভিন্ন স্থাপনা ও রাস্তাঘাট।
সার্বিক বিষয়ে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সমাবর্তনকে সফল করতে আমাদের ১৭ টি উপ-কমিটি কাজ করে যাচ্ছে। আশা করছি একটি সফল সমাবর্তন উপহার দিতে পারবো শিক্ষার্থীদের।
উল্লেখ, তৃতীয় সমাবর্তনে রেজিস্ট্রেশন করেছেন সর্বমোট ৬ হাজার ৭৫০ জন শিক্ষার্থী।
বিডি প্রতিদিন/হিমেল