বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)'র রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসে ২ দিনব্যাপী জব ফেয়ার-২০২০ শুরু হয়েছে। বিইউবিটি ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. সফিক আহমেদ সিদ্দিক গেস্ট অব অনার হিসেবে বুধবার মেলার উদ্বোধন করেন।
বিডিজবস ডটকমের সহযোগিতায় জব ফেয়ারটি ৯ জানুয়ারি পর্যন্ত চলবে। শিক্ষার্থীদের চাকুরি প্রদানের লক্ষ্যে সিভি দেখা ও ইন্টারভিউ নিতে এই মেলায় ১৫টি কোম্পানি অংশগ্রহণ করে।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মো. আসলামুল হক এবং বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব এ কে এম ফাহিম মাশরুর বিশেষ অতিথির বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন বিইউবিটি’র সম্মানিত উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ। স্বাগত বক্তব্য রাখেন বিইউবিটি’র ক্যারিয়ার গাইডেন্স এন্ড কাউন্সেলিংয়ের ডেপুটি ডাইরেক্টর জনাব এ বি এম মেসবাহুল হাসান। বক্তারা উন্নত ক্যারিয়ার গড়ার জন্য শিক্ষার্থীদের দিক-নির্দেশনা প্রদান করেন। চাকুরি লাভের জন্য মেধা ও দক্ষতার ওপর জোর দেন তারা।
সম্মানিত অতিথিবর্গ, বিইউবিটি ট্রাস্টের সদস্যবৃন্দ, সম্মানিত ট্রেজারার, ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রিসার্চ ডাইরেক্টর, সিনিয়র প্রফেসরগণ ও বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, রেজিস্ট্রার, কন্ট্রোলার অব এক্সামস, জয়েন্ট রেজিস্ট্রার, প্রক্টর, জয়েন্ট ডাইরেক্টর (একাউন্টস), কমকর্তৃবৃন্দ, শিক্ষক ও শিক্ষার্থী এবং বিডিজবসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/মাহবুব