নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আন্তর্জাতিক প্রতিযোগিতা হাল্ট প্রাইজ ২০২০ এর গ্রান্ড ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। নোবিপ্রবি ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্স (আইআইএস) এর আয়োজন করে। সকালে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন- নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, আইআইএস এর পরিচালক ড. আবদুল্লাহ-আল মামুন, হাল্ট প্রাইজ-এর আহ্বায়ক শামীমা ইয়াসমিন, জুরিবোর্ড সদস্যগণ, বিভিন্ন রাউন্ডের বিচারকগণ, নোবিপ্রবি আইআইএস ও বিভিন্ন বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রীবৃন্দ প্রমুখ।
হাল্ট প্রাইজ-২০২০ এর ফাইনালে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে নোবিপ্রবি এন ফাইবার। দলটি নিজেদের আইডিয়াকে উপস্থাপন করতে এবার চীন যাবে। প্রতিযোগিতায় রানার আপ হয় ওমেন এমিনিটিস। বিজয়ী দলটির আইডিয়া চূড়ান্তভাবে নির্বাচিত হলে বিজনেস আইডিয়া বাস্তবায়নের জন্য পাবে ১ বিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় প্রায় ৮ কোটি টাকা। এ বছর নোবিপ্রবিতে বাছাই পর্বে ৩৪ টি টিম অংশগ্রহণ করে। বাছাই পর্ব থেকে ৬ টি দল চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করার সুযোগ পায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম