বিশ্ব আরবী ভাষা দিবস উপলক্ষে ‘আরবী রচনা প্রতিযোগিতা-২০২০’ এর আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধীনে পরিচালিত সেন্টার ফর এ্যারাবিক টিচিং, ট্রেনিং এন্ড রিসার্চ (সিএটিটিআর)।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক, স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা।
এ্যারাবিক সেন্টারের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরাবরের মত ‘আরবী রচনা প্রতিযোগিতা-২০২০’ এর জন্য দুটি গ্রুপে রচনা আহ্বান করা হয়েছে। স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘ক’ গ্রুপ। আর স্নাতকোত্তর তথা মাস্টার্স শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ‘খ’ গ্রুপ।
রচনার বিষয় ও শব্দসীমা:
‘ক’ গ্রুপ: স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণীর শিক্ষার্থীরা ২৫০০ শব্দের মধ্যে আরবীতে রচনা লিখতে হবে। বিষয়- “আল-কুরআনের দৃষ্টিতে মাতৃভাষা ও আমাদের ভাষা আন্দোলন”।
‘খ’ গ্রুপ: স্নাতকোত্তর শ্রেণীর শিক্ষার্থীরা ৩০০০ শব্দের মধ্যে আরবীতে রচনা লিখতে হবে। বিষয়- “বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও বঙ্গবন্ধু (ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ)”।
রচনা পাঠানোর ঠিকানা:
অধ্যাপক ড. মোহাম্মদ ইউছুফ, পরিচালক, সেন্টার ফর এ্যারাবিক টিচিং, ট্রেনিং এন্ড রিসার্চ (সিএটিটিআর),
আরবী বিভাগ, কলাভবন (৪র্থ তলা), ঢাকা বিশ্ববিদ্যালয়।
রচনা আগামী ৩০ নভেম্বর-এর মধ্যে ডাকযোগে বা সরাসরি প্রেরণ করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য ওয়েবসাইট www.arabic.du.ac.bd ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন