তৌহিদুল ইসলাম সিয়াম নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সিয়ামের সহপাঠী ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা আবদুল্লাহ বায়েজিদ তপু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরে নিজ বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে সিয়াম। পরে পরিবারের সদস্যরা তার লাশ দেখতে পায়। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।
প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়ামুল নাসের বলেন, আমি তার আত্মহত্যার খবর পেয়েছি। কিন্তু তার পরিবারের সাথে যোগাযোগ করেছিলাম। তারাও এর কারণ বলতে পারছে না। সিয়াম বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জের হিজলায়। সে পরিবারের একমাত্র ছেলে ছিলো।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ