ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টার এবং ইউএনডিপি বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভার্চুয়ালি অনুষ্ঠানে পুরষ্কার বিতরণ করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন, ক্রিয়েটিভিটি এন্ড এন্ট্রাপ্রেনিউরশীপ (আইসিই) সেন্টারের নির্বাহী পরিচালক মো. রাশেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।
এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন আইসিই সেন্টারের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক এবং বাংলাদেশ ব্যাংকের জয়েন্ট ডিরেক্টর জনাব মো. জাহিদ ইকবাল।
অনুষ্ঠানে অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এমন আয়োজনের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং যেসব তরুণরা গবেষণাধর্মী মানসিকতাকে নিজের মধ্যে লালন করে নিজের চিন্তাকে কলমের ছোঁয়ায় ছড়িয়ে দিচ্ছে তাদের অভিনন্দন জানান। দেশের গ্রামীণ অর্থনীতি এবং সমাজ ব্যবস্থার প্রতি দৃষ্টিপাত করে দেশের অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান তুলে ধরে তিনি বলেন, আমাদের সমাজে উদ্ভাবন এবং নতুন জ্ঞান তৈরির সাথে সম্পৃক্ত মানুষের প্রয়োজন অনেক বেশি।
মো. রাশেদুর রহমান দেশের সুষম উন্নয়ন নিশ্চিতের জন্য সিএমএসএমই খাতের উন্নয়নে জোর দিয়ে সবাইকে নিয়ে একসাথে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করে তরুণদের চিন্তাশক্তিকে প্রতিনিয়ত শাণিত করার জন্য আহ্বান জানান। তিনি তাদের জ্ঞান চর্চার অংশ হিসেবে কলমের শক্তিকে অনুধাবনের জন্য সকলের প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেন।
পরে প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর শিক্ষার্থী জুসতিতা মুসরাত এবং লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী সাকিফ আল ইহসান খান যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন। যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম তাসপিয়া ও গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ মাহের আনসারী। বিজয়ীদের পুরষ্কারের টাকা ও সনদপত্র প্রদান করা হয়।
এর আগে গত ২৯ ও ৩০ ডিসেম্বর আইসিই সেন্টার কুটির, মাইক্রো, ছোট এবং মাঝারি ব্যবসায় প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে অনলাইন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি প্রতিদিন/আবু জাফর