খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশনে অসুস্থ দুই শিক্ষার্থী ইমামুল ইসলাম ও মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে মোহাম্মদ মোবারক হোসেন নোমান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে শনিবার রাতে ইমামুলকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে রবিবার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে উপাচার্য বরাবর নতুন আরেকটি চিঠি দিয়েছেন দুই শিক্ষার্থী। এতে ‘শিক্ষকদের সাথে অসদাচারণকে অনাকাক্সিক্ষত বিষয় উল্লেখ করে ওই ঘটনায় তারা জড়িত নয় এবং ভিডিও ফুটেজে এ ধরনের কোন ঘটনা দেখা যায়নি’ বলে দাবি করা হয়েছে। একই সাথে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন জানান, নতুন চিঠিতে তারা কিছুটা নমনীয়তা দেখালেও উদ্ভূত ঘটনার জন্য দুঃখ প্রকাশ না করেই আবারও তাদেরকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য দাপ্তরিক চিঠি দিতে বলা হয়েছে। ওই চিঠি তিনি সোমবার উপাচার্যকে হস্তান্তর করবেন।
জানা যায়, ২০২০ সালের জানুয়ারিতে বেতন-ফি কমানো, আবাসন ব্যবস্থা, চিকিৎসাসহ পাঁচ দফা দাবিতে ক্যাম্পাসে আন্দোলন করেন শিক্ষার্থীরা। ওই আন্দোলনে দুইজন শিক্ষকের পথরোধ করা ও অসদাচরণের অভিযোগে শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমান ও ইমামুল ইসলামকে বিভিন্ন মেয়াদে বহিস্কার করা হয়। এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে গত ১৭ জানুয়ারি থেকে টানা অবস্থান অনশন শুরু করেন শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার