জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘উন্নত বাংলাদেশ গঠনে রসায়ন শিক্ষা ও গবেষণা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের আয়োজনে গতকাল সোমবার সন্ধ্যার পর এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. মাসুদ পারভেজের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. আল-নকীব চৌধুরী।
রসায়ন বিভাগের প্রভাষক প্রিয়াংকা বনিকের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহকারি অধ্যাপক ফারজানা আক্তার। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা সভায় সংযুক্ত ছিলেন।
বিডি প্রতিদিন / অন্তরা কবির