৮ দফা দাবিতে নোয়াখালীতে চিকিৎসা সহকারী প্রশিক্ষণ বিদ্যালয় (ম্যাটস্) শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছে। এ সময় শিক্ষার্থীদের অপর একটি পক্ষের হামলায় আন্দোলনরত দুই শিক্ষার্থী আহত হয়।
মঙ্গলবার সকাল ৯টায় প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের অন্য একটি পক্ষের সাথে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের হামলায় আন্দোলনরত দুই শিক্ষার্থী আহত হয়।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দেশের সবগুলো ম্যাটস্ হোস্টেলের দায়িত্বে থাকেন শিক্ষক অথচ নোয়াখালী ম্যাটস্ ছাত্র ছাত্রীদের হোস্টেলে দায়িত্ব দেয়া হয়েছে পুরুষ স্টাফদের। শিক্ষার্থীদের পরীক্ষায় স্টাফদের গার্ডের দায়িত্বে নিয়োজিত করা হচ্ছে। এমনকি ছাত্রী হোস্টেলের সিসি ক্যামেরার দায়িত্ব পুরুষ স্টাফের। স্টাফদের স্যার বলতে বাধ্য করা হয় শিক্ষার্থীদের। ক্যাম্পাসে লাইব্রেরি সুবিধা পাচ্ছে না শিক্ষার্থীরা। এসব ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান ধর্মঘটন পালনকালে দ্বিতীয় বর্ষের কয়েকজন তাদের ওপর হামলা চালায়।
এ বিষয়ে ম্যাটস্ অধ্যক্ষ হাবিব-উল-করিম জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলোর বিষয়ে তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও তারা এতে রাজি হননি।
বিডি প্রতিদিন/হিমেল