মহামারির ধকল কাটিয়ে প্রায় বিশ মাস পর খুলেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের আবাসিক হলগুলো।
আবাসিক শিক্ষার্থীদের পুল, মাস্ক, সকালের নাশতা দিয়ে স্বাগত জানায় হল কর্তৃপক্ষ। আজ বুধবার দীর্ঘদিন পর হলে ফিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আগামী ১৩ নভেম্বর থেকে আবারও শুরু হবে অনলাইনে ক্লাস। তার দুসপ্তাহ পর সশরীরে ক্লাস শুরু হবে। যেসব শিক্ষার্থীরা করোনা টিকার অন্তত এক ডোজ টিকা নিয়েছেন তাদের হলে ঢুকতে দেয়া হচ্ছে। আর যেসব শিক্ষার্থী এখনো টিকা নিতে পারেনি তাদের জন্য আগামী ৭ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত বিশেষ ব্যবস্থার মাধ্যমে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
দেশে করোনার সংক্রমণ দেখা দিলে, ২০২০ সালের মার্চে বন্ধ ঘোষণা করা হয়, বুয়েটের আবাসিক হলগুলো।
বিডি প্রতিদিন/আরাফাত