দীর্ঘদিন পরিষ্কার না করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘জয় বাংলা’ ভাস্কর্যে শ্যাওলা পড়েছিল। অবশেষে সেই শ্যাওলা করলো বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার দিবাগত রাতে ‘জয় বাংলা’ ভাস্কর্য পরিষ্কার কর্মসূচি পালন করে সংগঠনটি।
শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, 'জয়বাংলা' ভাস্কর্যটি দীর্ঘদিন যাবৎ অপরিষ্কার ছিলো। ফলে ভাস্কর্যের বিভিন্ন অংশে শ্যাওলা জমে ভাস্কর্যের সৌন্দর্য নষ্ট হয়েছিল। বিষয়টি আমাদের অনেকের চোখে পড়ে। পরে আমরা ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে ভাস্কর্যটি পরিষ্কার করি। আমরা চাই এ ধরনের উদ্যোগ হোক রাজনৈতিক প্রতিযোগিতা।
বিডি-প্রতিদিন/শফিক