বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বিএসএমআরএইউ) শিক্ষক সমিতির ২০২২ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ড. মো. ময়নুল হক ও সাধারণ সম্পাদক পদে কৃষি অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আসিফ রেজা অনীক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন: সহ-সভাপতি অধ্যাপক ড. আবু সাদেক মো. সেলিম এবং অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. টোটন কুমার ঘোষ, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুছ ছালাম ও ড. মোহাম্মদ লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক ড. মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক ড. মিনহাজ আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, গবেষণা সম্পাদক ড. মো. রবিউল করিম।
এ ছাড়া সদস্য পদে ৫ জন হলেন অধ্যাপক ড. এ কে এম আজাদ শাহ্, অধ্যাপক ড. শিল্পী ইসলাম, অধ্যাপক ড. জাহিদুল হাসান, অধ্যাপক ড. মো: অহিদুজ্জামান ও প্রভাষক প্রিয়াংকা সাহা বৃষ্টি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ