ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণের অভিযোগে শেখ রাসেল হলের কর্মকর্তা সুজল কুমার অধিকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে হল কর্তৃপক্ষ। আজ শনিবার এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত ৫ জানুয়ারি শেখ রাসেল হলের রিপন রায়কে থাপড়াতে চাওয়ার অভিযোগে হল শাখা কর্মকর্তা সুজলের বিরুদ্ধে প্রক্টর ও হল প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্র। এর পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ১০টার দিকে হলের প্রভোস্ট অধ্যাপক রবিউল ইসলাম, প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, অভিযুক্ত কর্মকর্তা সুজল, ভুক্তভোগী রিপন রায়সহ হলের হাউস টিউটর ও অন্যান্য আবাসিক শিক্ষার্থীকে নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
এতে সহকারী প্রক্টর শাহেদ আহমেদকে আহ্বায়ক, ফলিত পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের শিক্ষক তানভীর সারওয়ার এবং ফার্মাসি বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক অর্ঘ প্রসুন সরকারকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে হল কর্মকর্তা সুজলকে তদন্তকালীন হলের ছাত্রসংশ্নিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক