উৎসবমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) দর্শন বিভাগের চতুর্থ দ্বি-বার্ষিক সম্মেলন ও জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মমতাজ উদ্দিন কলা ভবনের সামনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন দর্শন বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীরা।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দর্শন অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দর্শন হলো যাপিত জীবনের সামগ্রিক বিষয়। সকল কিছুতেই দর্শন রয়েছে। এটা মুক্ত চিন্তার মাধ্যমে মনের অন্ধকার দূর করতে সহায়তা করে। আর যুগ যুগ ধরে এভাবেই মানুষ সঠিক পথের সন্ধান খোঁজে থাকে। দর্শন চর্চার মাধ্যমে এই পথকে আরো সহজতর করার আহ্বান জানান তিনি। এছাড়া কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, অধ্যাপক রমেশ ঘোষ, বদরুদ্দীন উমরসহ এই বিভাগের বরেণ্য দার্শনিক ও মনীষীদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং জ্ঞানচর্চার মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচনে সকলকে বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান উপাচার্য।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে অধ্যাপক মহেন্দ্রনাথ অধিকারী দর্শন অ্যালামনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের কথা শ্রদ্ধার সাথে স্বরণ করেন এবং তাকে নিয়ে কর্মজীবনের নানা বিষয়ে স্মৃতিচারণ করেন। এছাড়া সর্বপ্রাচীন বিভাগ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে এই বিভাগের অনেক ভূমিকার কথা তুলে ধরেন এবং নবীন ও প্রবীণদের এই মিলনমেলায় দর্শন পরিবারে আবারো প্রাণের সঞ্চার হয়েছে অ্যাখ্যা দিয়ে সকলকে স্বাগত জানান। পরিশেষে প‚র্বোক্ত বক্তাদের বক্তব্যের সারসংক্ষেপ তুলে ধরেন এই সভাপতি।
অনুষ্ঠানে দর্শন বিভাগের অধ্যাপক আসাদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামানিক, বাংলা বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন প্রমুখ। এসময় দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদ সহ সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত