বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শুদ্ধাচার বিষয়ে সচেতনতামূলক র্যালি হয়েছে। বুধবার (২৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. এম এ রশিদ প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয় র্যালি। স্লোগান ছিল ‘শুদ্ধাচার চর্চা করি, সুশাসন প্রতিষ্ঠা করি, সোনার বাংলা গড়ি’।
বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে এবং বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে, শুদ্ধাচার, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপাচার্য। র্যালিতে ডিন, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার, প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ