বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষক সমিতির নির্বাচনে ‘গণতান্ত্রিক শিক্ষক পরিষদ’ মনোনীত পূর্ণ প্যানেল জয়লাভ করেছে।
এ কমিটি ২০২৩ সালের শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ পরিচালনা করবেন। বশেমুরকৃবি শিক্ষক সমিতি নির্বাচন কমিশন-২০২৩ এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এগ্রো প্রসেসিং বিভাগের প্রফেসর ড. মো. অহিদুজ্জামান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এগ্রিবিজনেস বিভাগের সহযোগী প্রফেসর ড. দেবাশিস চন্দ্র আচার্য্য।
শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ ফলাফল প্রকাশের পরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শিক্ষক সমিতির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (১) কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো.আ: মান্নান ও সহ-সভাপতি (২) উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মো. মোতাহার হোসেন, কোষাধ্যক্ষ-জেনেটিক্স অ্যান্ড ফিস ব্রিডিং বিভাগের ড. মুহাম্মদ আব্দুস ছালাম, যুগ্ম সম্পাদক (১) গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রফেসর ড. মো. মনজুরুল ইসলাম ও যুগ্ম সম্পাদক (২) অ্যানিম্যাল ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স বিভাগের ড. এস. এ. মাসুদুল হক, সাংগঠনিক সম্পাদক-অ্যানাটমী অ্যান্ড হিস্টোলজী বিভাগের ড. মোহাম্মদ শাহ্ আলম প্রমুখ।
বিডি প্রতিদিন/নাজমুল