ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ–কুয়েত মৈত্রী হলে অগ্নিকাণ্ড হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ছাত্রীদের ওই হলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন দেখে হলের ছাত্রীরা চিৎকার শুরু করেন এবং বিভিন্ন তলা থেকে দলবেঁধে নিচে নেমে আসেন।
হল প্রাধ্যক্ষ নাজমুন নাহার ধারণা করছেন, কুয়েত মৈত্রী হলের নিচতলার সিঁড়ির পাশে থাকা বৈদ্যুতিক সংযোগে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান গণমাধ্যমে বলেন, আগুন লাগার খবর পেয়ে বেলা আড়াইটার দিকে তারা কুয়েত মৈত্রী হলে যান৷ তাদের দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে৷ কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল