রাজধানীর উত্তরা ইউনাইটেড কলেজের একাদশ শ্রেণির নবীন বরণ আজ বুধবার দিয়া বাড়ির ফ্যান্টাসি আইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে।
এ সময় কলেজে ভর্তিকৃত একাদশ শ্রেণির সকল ছাত্রছাত্রীকে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের প্রিন্সিপাল সুমনা ইয়াসমিন। নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ উল্লাস দেখা যায়।
অনুষ্ঠানে উত্তরা ইউনাইটেড কলেজের চেয়ারম্যান জাকির হোসেন রিয়াজসহ কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষে ছিল সাংস্কৃতিক পরিবেশনা। এতে শিল্পীরা বাংলাদেশে ঐতিহ্যবাহী নানা বিষয় তুলে ধরেন তাদের পরিবেশনায়। মনোজ্ঞ এই পরিবেশনা উপভোগ করেন নবীন শিক্ষার্থীরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন