রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে স্বতন্ত্র সমিতি অনুমোদনের দাবি জাননো হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশন।
সম্মেলনে লিখিত বক্তব্য দেন সমিতির আহ্বায়ক আলমগীর হোসেন ও সদস্য সচিব রাকিবুল আলম। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৫৭ জন সরাসরি নিয়োগপ্রাপ্ত। এ সকল কর্মকর্তাদের পদোন্নতি নীতিমালা অভিন্ন। ২০১৫ সালে বেতন নীতিমালা অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠানে মত এ বিশ্ববিদ্যালয়ে সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের প্রথম গ্রেডে পদোন্নতির সুযোগ আছে। তবে অতিরিক্ত রেজিস্ট্রার/সমমান পদে পদন্নোতি নীতিমালা বিশ্ববিদ্যালয়ের ৫০১,৫০২, ৫০৩ ও ৫০৪তম সিন্ডিকেট সভায় অনুমোদিত হলেও সেটা অদৃশ্য কারণে কার্যকর হচ্ছে না। ফলে বঞ্চিত হচ্ছেন এই কর্মকর্তারা।
তারা বলেন, এই কর্মকর্তাদের অধিকার ও মর্যাদা রক্ষায় অফিসার্স এসোসিয়েশন গঠিত হয়েছে। এই সমিতির চাঁদা কর্তন বন্ধ এবং এই স্বতন্ত্র সমিতি হিসেবে এ সংগঠনের অনুমোদন ও মাসিক চাঁদা কর্তন বন্ধসহ সরাসরি নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অধিকার রক্ষার দাবি জানান তারা।
এ সময় সমিতির বিভিন্ন পর্যায়ে সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম