জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে রাত ১০টার পরে শিক্ষার্থীদের না থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অফিস আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১০ টার পর অবস্থান না করার জন্য অনুরোধ করা হলো।
এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্ত কাম্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ‘এখন যেহেতু তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসে এজন্য আমরা নিরাপত্তাজনিত কারণে শিক্ষার্থীদের রাত ১০টার পরে ক্যাম্পাসে না থাকার জন্য নির্দেশনা দিয়েছি। এ নির্দেশনা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ