শত সহস্র বছর ধরে বৈচিত্র্যময় সভ্যতা ও সংস্কৃতির আবাসস্থল ঐতিহাসিক দিনাজপুর জেলায় দুই শতাধিক শিক্ষক ও গবেষকদের নিয়ে ১০-১১ নভেম্বর ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সোসাইটি ফর দ্য স্টাডি অফ কালচার এন্ড রিলিজিয়ন্স (বিএসএসসিআর) এর তৃতীয় আন্তর্জাতিক সন্মেলন।
সম্মেলনে দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য - বিশ্বাস ও বিশ্বাসীদের স্বভাব, সংস্কৃতি ও আচরণ বিষয়ে দেশি - বিদেশি ৮০ জন গবেষক মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
দুই দিনব্যাপী এই সম্মেলনে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ ( ইউল্যাব) এর জেনারেল এডুকেশন বিভাগ, বাংলা বিভাগ ও প্রত্ন তত্ব গবেষণা কেন্দ্র থেকে মোট ১০ জন গবেষক প্রত্নতত্ত্ব, জাতিতত্ত্ব, ইতিহাস- ঐতিহ্য, সভ্যতা- সংস্কৃতি, ভাষা, সাহিত্য, স্বাস্থ্য, চিকিৎসা, দর্শন, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিষয়ে মৌলিক গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন।
পাশাপাশি তারা দিনাজপুর মহারাজার প্রাসাদ ও মন্দিরের ধ্বংসবশেষ, রামসাগর, দিনাজপুর মিউজিয়াম, কান্তনগর জাদুঘর, কান্তজীউ মন্দির, নয়াবাদ মসজিদ প্রত্নস্থল ও নিদর্শন সমূহ পরিদর্শন করেন।
ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের বিভাগীয় প্রধান ও প্রত্নতত্ত্ব গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শাহনাজ হুসনে জাহান বলেন, বিশ্ব সভ্যতার উন্নয়ন ও সম্প্রীতি প্রতিষ্ঠা, বিশ্বের গবেষক ও শিক্ষকদের মধ্যে টেকসই সম্পর্ক সৃষ্টি, গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টি, বিশ্বের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে সু সম্পর্ক স্থাপন, এবং ২১ শতকের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন প্রভৃতি ক্ষেত্রে দিনাজপুরে অনুষ্ঠিত বিএসএসসিআর এর তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের গুরুত্ব অপরিসীম।
বিডি প্রতিদিন/এমআই