সিলেট সিটি করপোরেশনের মেয়র, বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান।
সাবেক সিটি মেয়র কামরান মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্যকালে এই ক্ষোভ প্রকাশ করেন। সিলেট আলিয়া মাদরাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মঞ্চে বসেছিলেন।
সিলেট সিটি করপোরেশনের টানা দুইবারের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। তবে গত সিটি নির্বাচনে বিএনপি নেতা আরিফুল হকের কাছে ভরাডুবি হয় কামরানের। আগামী সিটি নির্বাচনেও আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন কামরান, এমন গুঞ্জন রয়েছে।
সিটি মেয়র আরিফকে উদ্দেশ্যে করে নিজের বক্তব্যে বদর উদ্দিন আহমদ কামরান বলেন, সিলেটের উন্নয়ন করবেন প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী, আর দেশ-বিদেশে সভায় গিয়ে বলবেন, এই সরকারকে হটাতে হবে। এটা হবে না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের যৌথ পরিচালনায় কামরান আরও বলেন, আমি যখন সিলেট সিটির মেয়র হই, তখন আওয়ামী লীগ ছিল বিরোধী দলে। সে সময় আমাকে কাজ করতে দেয়া হয়নি। বর্তমান আওয়ামী লীগ সরকার সিলেট সিটির উন্নয়নে ৫শ’ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সিলেট নগরীর ছড়া-খাল দখলমুক্ত ও উন্নয়ন করতে ২৩৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, বিগত দিনে বিএনপি জোট এত টাকা দিয়েছে, এটা কেউ বলতে পারবে না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কামরান বলেন, আপনি কথা রেখেছেন। সিলেটে একটার পর একটা উন্নয়ন করছেন। আপনি বলেছিলেন, দেশকে ডিজিটাল করবেন। তা আপনি করেছেন।
আওয়ামী লীগ নেতা কামরান আরও বলেন, যারা বঙ্গবন্ধু কন্যাকে দেখেননি, তারা আজ তাঁকে দেখতে ছুটে এসেছেন। সিলেটের মানুষকে প্রধানমন্ত্রী ভালোবাসেন, সিলেটের মানুষও প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করেন।
আগামী সিটি নির্বাচনসহ সকল নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর ভালোবাসার প্রতিদান দিতে উপস্থিত জনতাকে আহ্বান জানান কামরান।
বিডি প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৮/এনায়েত করিম