সিলেটের দক্ষিণ সুরমায় এক বৃদ্ধাকে হত্যার ঘটনার মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল হালিম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। রায়ে এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- দক্ষিণ সুরমার সিলাম এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুস শহীদ ওরফে শহীদ কামালী ও বরইকান্দি কাজিরখলা গ্রমের দুদু মিয়ার ছেলে ছালিক মিয়া। খালাস পেয়েছেন কাজিরখলা গ্রামের আব্দুল খালিকের ছেলে রাজী আহমদ।
বাদীপক্ষের আইনজীবী আব্দুল খালিক জানান, ২০১০ সালের ২৪ অক্টোবর রাতে কাজিরখলা গ্রামের মৃত গাবলু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন ওরফে সোনারাকে (৭০) তার ঘরে ঢুকে গলা কেটে হত্যা এবং টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আসামিরা। আনোয়ারার ছেলেরা প্রবাসে থাকায় তিনি একাই থাকতেন ঘরে। এ ঘটনায় নিহতের মেয়ে জাহানারা বেগম বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন।
তিনি আরো জানান, এ মামলার বিচারকাজ ২০১২ সালের ২৬ নভেম্বর শুরু হয়ে বুধবার শেষ হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন