সিলেট ওসমানী বিমানবন্দরে গোপন সংবাদের ভিত্তিতে ১০৩ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান।
এ ব্যাপারে তিনি জানান, সিলেট ওসমানী বিমানবন্দরে বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারফ্রেইট ইউনিট থেকে ১০৩ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়। এর মধ্যে ৬৭ কার্টন বেনসন ও ৩৬ কার্টন ইজি ব্রান্ডের।
এসব সিগারেট ৩টি কার্টনে অন্যান্য পণ্যের সঙ্গে কৌশলে আনা হয় বলেও জানান তিনি। দুবাই থেকে স্কাই কার্গো এস৮১২৩ ফ্লাইটটি হযরত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে অবতরণ করে।
এসময় মইনুল খান আরও বলেন, পণ্যটি এসেছে ইয়াকুব আলীর নামে। ক্লিয়ারিং এজেন্ট কার্গো ক্লিয়ারিং হাউস, জিন্দাবাজার, সিলেট।
জব্দকৃত সিগারেটের মূল্য আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা। অন্যান্য পণ্যগুলো ইনভেন্ট্রি করে মামলা দায়ের করা হয়েছে। শুল্ক গোয়েন্দা দপ্তরের মামলা নং-১২/২০১৮।
বিডি প্রতিদিন/১ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ