ভাষার মাস ফেব্রুয়ারিকে স্বাগত জানিয়ে সিলেটে বর্ণমালার র্যালি করেছে সম্মিলিত নাট্য পরিষদ।
বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সিলেট জেলা পরিষদের সামনে থেকে মিছিলটি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। বর্ণমালার মিছিল উদ্বোধন করেন ভাষাসৈনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল আজিজ।
বাংলা বর্ণ হাতে বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন উচীচীর সভাপতি ব্যারিস্টার আরশ আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন, জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তসহ সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে শহীদ মিনারে ভাষার মাসকে স্বাগত জানিয়ে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা।
এদিকে, সকালে ভাষার মাসকে স্বাগত জানিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় পতাকা উত্তোলন করে ‘মুক্তিযুদ্ধ অনুশীলন কেন্দ্র’।
বিডি-প্রতিদিন/০১ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব