সিলেটে আদালত পাড়ায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি আওয়ামী লীগ নেতা লিয়াকত আলীকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাদিউল ইসলাম তিন দিনের রিমান্ডের আবেদন জানালে মহানগর মূখ্য হাকিম সাইফুজ্জামান হিরো তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২৬ জানুয়ারি একটি হত্যা মামলায় জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ ৩০ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। আদালত থেকে কোর্ট হাজতে নেয়ার সময় আসামিরা যমুনা টেলিভিশনের ক্যামেরাপারসন নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক মামুন হাসানের উপর হামলা চালায়। এ ঘটনায় লিয়াকত আলীসহ ৬ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে নিরানন্দ পাল বাদি হয়ে মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার