হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যান এলাকায় আবারো অস্ত্র উদ্ধারে অভিযান চালিয়েছে র্যাব-১১। অস্ত্র উদ্ধারের জন্য শুক্রবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
এ ব্যাপারে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, অস্ত্রের সন্ধান পেয়ে সাতছড়িতে অভিযান চালানো হয়েছে। সন্ধ্যা থেকে এখনো অভিযান চলছে। কিন্তু সেখানে নেটওয়ার্ক না থাকায় অভিযানের সর্বশেষ অবস্থা জানা যাচ্ছে না। শনিবার এ অভিযানের ব্যাপারে ব্রিফ করা হবে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত