আগামী ৫ ফেব্রুয়ারি সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের পূর্বে সিলেটের হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে তিনি সেখানে যাবেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র আরও জানায়, খালেদা জিয়ার সিলেট যাওয়ার পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণা শুরু করা। প্রতিবার তিনি সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করেন।
এর আগে, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ১ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।
বিডি-প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব