সিলেটে নগরীতে ট্রাকচাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার দুপুরে নগরীর মিরাবাজার দাদা পীরের মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক মিয়া (৭০) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নোয়াহাটি গ্রামের মৃত ফারুক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ফারুক মিয়ার মৃত্যু হয়।
সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/০৩ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত