সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। বর্তমানে তিনি যুক্তরাজ্য সফরে রয়েছেন। আরিফ যুক্তরাজ্যে অবস্থানকালে গত ৩০ জানুয়ারি সিলেট সফর করে যান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি সিলেট সিটি করপোরেশনের নতুন নগর ভবনও উদ্বোধন করেন। কিন্তু নগর ভবনের সে উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরিফই ছিলেন না।
এদিকে, সোমবার সিলেট সফরে আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আরিফুল হক চৌধুরী বিএনপি নেতা, তিনি দলটির কেন্দ্রীয় সদস্য। তাঁর রাজনৈতিক নেত্রী সিলেট আসছেন, অথচ তিনি রয়েছেন যুক্তরাজ্যে। এ বিষয়টি নিয়ে আরিফ আফসোস করছেন বলে জানিয়েছেন তাঁর ঘনিষ্টজনরা।
তবে অন্য একটি সূত্র জানিয়েছে, আরিফ সোমবারের মধ্যে দেশে আসার চেষ্টা করছেন। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত নয়।
বিডিপ্রতিদিন/ ০৪ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান