হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতের জন্য সিলেটের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা ‘ফিরোজা’ থেকে খালেদার গাড়িবহর যাত্রা শুরু করে।
পাঁচ বছর পর সিলেটে আসছেন খালেদা জিয়া। এই সফরে তার সঙ্গী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ আরো অনেক নেতাকর্মী।
পথে পথে তার সফরসঙ্গী হবেন আরো অনেক নেতাকর্মী এবং প্রায় দুই শতাধিক গাড়ি নিয়ে তিনি সিলেট পৌঁছবেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব