সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে তিনি হযরত শাহজালালের মাজারে পৌঁছান। সেখানে মাজার জিয়ারত ও ফাতিহা পাঠ করেন তিনি।
সোমবার বিকাল ৫টা ২৭মিনিটে তিনি সার্কিট হাউজ থেকে বের হন। তার সাথে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা রয়েছেন। ৫টা ৫৬ মিনিটের দিকে খালেদা জিয়া শাহজালালের মাজারে পৌঁছান।
দরগাহ গেইটে খালেদা জিয়াকে স্বাগত জানায় বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
খালেদা জিয়া হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতও করবেন।
এর আগে সোমবার বিকাল ৪টা ২৬ মিনিটে তিনি সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান। এসময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৭/আরাফাত