হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার বিকেলে সিলেট পৌঁছার পর প্রথমে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করতে যান তিনি।
খালেদা জিয়া সোমবার বিকাল ৪টা ২৬ মিনিটে সিলেট সার্কিট হাউজে এসে পৌঁছান। তার সাথে বিএনপির কেন্দ্রীয় নেতারা ছিলেন।
সার্কিট হাউজে হাজার হাজার বিএনপি নেতাকর্মী তাকে স্বাগত জানায়। খালেদা এক ঘণ্টা সার্কিট হাউজে বিশ্রাম নেন। ৫টা ২৭ মিনিটে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করতে বের হন। ৫টা ৫৬ মিনিটে মাজারে পৌঁছান তিনি। সার্কিট হাউজ থেকে শাহজালালের মাজারে যাওয়ার সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড় থাকায় খালেদার গাড়িবহর মাজারে যেতে দেরি হয়।
সন্ধ্যা ৬টা ৩৬ মিনিট পর্যন্ত শাহজালালের মাজারে ছিলেন খালেদা জিয়া। মাজারে ফাতিহা পাঠ ও মোনাজাত করেন খালেদাসহ অন্যান্যরা।
পরে গাড়িবহর নিয়ে হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারতে যান খালেদা জিয়া। সেখান থেকে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে তিনি বের হন। শাহপরানের মাজারেও তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। সেখান থেকে সিলেট সার্কিট হাউজে পৌঁছান খালেদা জিয়া।
বিডি প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত