সিলেটের কোম্পানীগঞ্জে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম তাসলিমা আক্তার, বয়স ১৬ বছর। মঙ্গলবার সকালে গাছের সঙ্গে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করেন।
এ ব্যাপারে নিহতের পরিবারের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, দরিদ্র পরিবারের মেয়ে তাসলিমা মানসিক সমস্যায় আত্মহত্যা করেছেন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
তাসলিমা উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের জাঙ্গাইল গ্রামের আত্তর আলীর মেয়ে।
বিডি প্রতিদিন/০৬ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ