সিলেটের বাউল অঙ্গনের পরিচিত মুখ বাউল শিল্পী বশির উদ্দিন সরকার। তার লেখা 'প্রেমসাগরে' বইয়ের মোড়ক উন্মোচন সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়।
মেলার মূল মঞ্চে নাগরিক জোট সিলেটের সহযোগিতায় শুরু হয়। শ্রীহট্ট প্রকাশ থেকে প্রকাশিত ‘প্রেমসাগরে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি একুশে পদকপ্রাপ্ত প্রবীণ লোকসংগীত শিল্পী সুষমা দাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি তুষার কর, বাউল আব্দুর রহমান, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুকাদ্দেস বাবুল, সিলেট শিল্প ও বণিক সমিতির পরিচালক মুকির হোসেন চৌধুরী, নাট্য সংগঠক হুমায়ূন কবির জুয়েল, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, প্রকাশক জিবলু রহমান, দর্পন থিয়েটারের ফয়ছল মোহাম্মদ মহসিন, কবি নজরুল ইসলাম রানা, দেলওয়ার হোসেন খান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাউল সূর্য লাল, বাউল তোতা মিয়া, রওশন জলিল কুরেশী, বাউল শিতন বাবু, মাহবুব আলম চৌধুরী, নাগরিক জোটের আব্দুল কাইয়ূম, জুনেদ আহমদ, জাকির হোসেন, সমির চৌধুরী, শাহ নেওয়াজ, বাউল জাহাঙ্গির আলম, নাসির উদ্দিন, আকবর আলী শাহ, নোমান আহমদ প্রমুখ।
বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা