সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় এক পাগলের হামলায় পুলিশসহ তিনজন আহত হয়েছেন। পরে পাগল নিজ বাসায় আগুন লাগিয়ে চাপাতি হাতে নিয়ে বাসায় অবস্থান করছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মিরা আগুন নিয়ন্ত্রণ এবং পাগলকে উদ্ধারের চেষ্টা করছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মদীনা মার্কেট কালিবাড়ি এলাকায় কনাই মিয়ার পুত্র জিলু মিয়া। সে মানসীক রোগী। বুধবার দুপুর সোয়া ১টার দিকে সে চাপাতি নিয়ে তার পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। তার ভাই সুমনের মাথায় কোপ দিলে তিনি মারাত্মক আহত হন। তাকে সামাল দেওয়ার চেষ্টা করলে ৮নং ওয়ার্ডের কাউন্সিলার পদপ্রার্থী নোয়াপাড়ার ফয়জুল হকও আহত হন।
জালালাবাদ থানায় খবর দিলে পুলিশ এসে তাকে আটক করার চেষ্টা করলে জিলু তাদের উপরও হামলা চালায়। তার হামলায় এ এসআই দেবাংশুও আহত হন।
পরে জিলু চাপাতি নিয়ে নিজ বসতঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে দেয়। এখন সে ঘরের ভেতরেই অবস্থান করছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। পুলিশ ও জিলুকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেখানে উৎসুক জনতার ভীড় বাড়ছে।
বিডি প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত