সিলেটে আড়াই হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। তার নাম রিফুল মিয়া। বুধবার মধ্যরাতে সিলেট-জকিগঞ্জ সড়কে উপজেলার রানাপিং থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে পুলিশ জানায়, সিএনজিচালিত একটি অটোরিকশায় করে সিলেটে যাওয়ার পথে রিফুলকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে আড়াই হাজার পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
এদিকে এ তথ্য নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ফজলুল হক শিবলী বলেন, গ্রামের বাড়ি লাখাই হলেও নগরীর টিলাগড়ে একটি কলোনিতে বাসা ভাড়া নিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিলেন রিফুল। ইয়াবার চালানটি সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ থেকে নিয়ে আসছিলেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে।
আটক রিফুল হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকুড়ি সৈয়দপুর গ্রামের দিলাল মিয়ার ছেলে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ