বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে নাশকতা সৃষ্টির আশঙ্কায় সিলেটে বিএনপি জামায়াতের ৪৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার মধ্যরাত ১২টা পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নেতাকর্মীদের মধ্যে মহানগর এলাকায় ৪৬ জন এবং জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২৭ জনকে আটক করা হয়েছে। সিলেট মহানগর এলাকায় কোতোয়ালি মডেল থানা এলাকায় ১১, এয়ারপোর্ট ৫, মোগলাবাজার ২, জালালাবাদ ৩ ও দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৬ জনকে আটক করা হয়।
এছাড়া সিলেটে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ মিয়া, ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান, ও ছাত্রদল নেতা রুবেল আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল কুদ্দুস, কানাইঘাট পৌর বিএনপির দপ্তর সম্পাদক নুরুল আমিন ছাড়াও বিশ্বনাথে বিএনপির চার কর্মী, কোম্পানীগঞ্জ ৪, ফেঞ্চুগঞ্জে ২ জামাত নেতা ও জকিগঞ্জে বিএনপির ২ কর্মীকে আটক করা হয়। গোয়াইনঘাট-২ পদবীদারি এমসি কলেজ।
আগে গত ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযানে বিএনপি-জামায়াতের ৬৫ নেতাকর্মীকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ