জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে সামনে রেখে সিলেটে সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। গত বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে ৬৬ জনকে আটক করা হয়েছে। এদের বেশিরভাগই বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের রাজনীতির সাথে সংশ্লিষ্ট বলে পুলিশ সূত্র জানিয়েছে।
এদের মধ্যে সিলেট মহানগরী থেকে ৩৬ জন ও জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৩০ জনকে আটক করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) কমিশনার মো. আব্দুল ওয়াহাব জানান, গত রাতে ৩৬ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শামসুল আলম সরকার জানান, গত রাতে জেলা পুলিশের আওতাধীন ১১ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩০ জনকে আটক করেছে।
বিডি প্রতিদিন/৮ ফেব্রুয়ারি, ২০১৮/ফারজানা