জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দেওয়া কারাদণ্ডাদেশের প্রতিবাদে সিলেট নগরীর বন্দর বাজার এলাকায় শনিবার পুলিশি বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করেছেন দলটির নেতাকর্মীরা।
প্রথমবার পুলিশের ধাওয়া খেয়ে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। কিছুক্ষণ পরে উল্টোদিক থেকে আবারো মিছিল করার চেষ্টা করেন তারা। আবারো সেখানে ধাওয়া দিয়ে দু’জনকে আটক করে পুলিশ। শনিবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে।
এই দুজনকে আটকের পর পুলিশের কাছ থেকে তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন মিছিলে উপস্থিত নারী নেত্রীরা। এসময় আটক নেতাদের ধরে পুলিশের সাথে টানাটানিও করেন মহিলা দলের নেত্রীরা।
সিলেট কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন বলেন, মিছিলের চেষ্টাকালে বন্দরবাজার থেকে পুলিশ দুই জনকে আটক করেছে। এ সময় তাদেরকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন নারী নেত্রীরা।
বিডিপ্রতিদিন/ ১১ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান