সিলেট নগরীর জিন্দাবাজারে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দু'গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে জিন্দাবাজার পয়েন্টে সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসার আজিজের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মী ও সহ-সভাপতি পিযুষ কান্তির গ্রুপের মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে এক পক্ষ আরেক পক্ষকে ধাওয়া দেয়। এসময় জিন্দাবাজার এলাকা জুড়ে আতঙ্ক দেখা দেয়। ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।
সিলেট কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত