সিলেটের জিন্দাবাজারে নিহত কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদের গ্রামের বাড়ি রাজনগর উপজেলার মেদিনিমহল গ্রামে তার দাফন সম্পন্ন হয়েছে। এদিকে আব্দুল আহাদ হত্যার প্রতিবাদে রাজনগরের মুন্সিবাজারে সড়ক অবরোধ ও মানবন্ধন করেছে স্থানীয় জনতা।
দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের মুন্সিবাজারে এ অবরোধ-মানববন্ধন করা হয়। সন্ত্রাসী হামলায় নিহত আব্দুল আহাদ রাজনগর প্রেসক্লাবের সাবেক সদস্য ছিলেন। গত ঈদুল আযহার পূর্বে ছুটিতে দেশে এসেছিলেন তিনি।
আব্দুল আহাদ নিহতের ঘটনায় রাজনগর প্রেসক্লাবের সদস্যরা কালো ব্যাজ ধারণ ও শোক সভা করেন। রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল প্রমুখ।
আব্দুল আহাদের পারিবারিক সূত্রে জানা যায়, কুয়েত প্রবাসী আব্দুল আহাদ (৩৮) বাংলাদেশে থাকাবস্থায় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি সাংবাদিকতাও করতেন। 'জনতার প্রত্যাশা' নামক প্রত্রিকার প্রতিনিধি হিসেবে রাজনগর প্রেসক্লাবের সদস্য ছিলেন। এরপর তিনি কুয়েত চলে যান। দীর্ঘদিন কুয়েত থাকায় তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বিগত কাউন্সিলে তিনি কুয়েত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। একই সময়ে কুয়েতে ‘সিলেট লেখক ফোরামের’ সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্ত্রী সাংবাদিকদের জানান, সিলেটে তিনি শোক সভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুষ্ঠানে যোগ দিতে সিলেট যান। সিলেটে তিনি আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাতও করেন। নিহতের স্ত্রী জানান, সিলেট যাওয়ার আগে একটি ফোন এসেছিল বিদেশ থেকে। ফোনে বলা হয়েছিল ‘সিলেট যাবে যখন বিদায় নিয়ে যাস’। বিষয়টি তিনি গুরুত্ব দেননি। শুক্রবার বিকালে সিলেট থেকে বাড়িতে ফেরার কথা ছিল। কিন্তু রাতে সিলেটের জিন্দাবাজারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হন।
এদিকে স্থানীয় লোকাজন ও আওয়ামী লীগ নেতারা আব্দুল আহাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন। মান্ববন্ধনে ছিলেন, মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিলন বখত, রাজনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান খয়রুল মজিদ সালেক, ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান নকুল চন্দ্র দাস ও মুন্সিবাজার ইউপি চেয়ারম্যান ছালেক মিয়াসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
শনিবার বিকালে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে রাজনগরের মুন্সিবাজারের বাসায় নিয়ে আসা হয়। সন্ধ্যা ৭টায় মুন্সিবাজারে প্রথম জানাযা ও মেদিনিমহল গ্রামের (খরিদপুর) পারিবারিক কবরস্থানে রাত নয়টায় ২য় জানাযা শেষে লাশ দাফন করা হবে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন